Iklan 728x90

তাফসীরে আনওয়ারুল কুরআন pdf ডাউনলোড

 




তাফসীরে আনওয়ারুল কুরআন pdf

তাফসীরে আনওয়ারুল কুরআন এটি ৬ খণ্ডের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ। এই ৬ খণ্ডের মধ্যে ৩০ পারা কুরআনের তাফসীর করা হয়েছে। এর মান সকল তাফসীর গ্রন্থকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে রয়েছে আয়াতের তরজমার পাশাপাশি শাব্দিক অনুবাদ, শব্দ বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ, প্রাসঙ্গিক আলোচনা, শানে নুযূল ইত্যাদি। 
এর মধ্যে আরো রয়েছে শব্দে শব্দে অনুবাদ, শানে নুযূল / আয়াত নাযীলের প্রেক্ষাপটে আলোচনা, আয়াত সংশ্লিষ্ট ঘটনাবলি ও প্রয়োজনীয় মাসআলা মাসায়েল।