Iklan 728x90

ঈদ পরবর্তী বিনোদনের নামে দলে দলে নৌকায় বক্স নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের যুবকরা

আজ চারদিকে শুধু গান বাজনার বিরক্তিকর তীব্র আওয়াজ। গ্রামের যুবকরা দল বেধে বেধে নৌকায় বড় বড় বক্স নিয়ে নেচে-গেয়ে ঘুরাফেরা করছে গ। এমনটা প্রতি কুরবানি ঈদের সময় দেখি। তখন বর্ষাকাল থাকে। নদীতে পানি টইটম্বুর। ঈদ পরবর্তী বিনোদনের নামে দলে দলে নৌকা বক্স নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের যুবকরা। খুবই অবাক লাগে আমাদের যুব শ্রেণীর আখেরাত বিমুখিতা দেখে। তাদের উন্মাদনা দেখে মনে হয় তারা কখনো মরবেনা। অথবা তারা মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে এমন। আজকে প্রচন্ড গরম ছিলো। গরমের তীব্রতায় রাস্তায় বের হওয়া দায়। আল্লাহর রাসুল বলেন, " গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে "। কিন্তু দেখলাম এই প্রচন্ড গরমেও কিছু যুবক নৌকায় বক্স বাজিয়ে গানের তালে তালে নাচানাচি করতেছে। অথচ তখন যোহরের আজান চলছিল। আজানের সময় গান বন্ধ রাখার প্রয়োজনবোধ তারা করছেনা। অনবরত নেচে-গেয়েই যাচ্ছে। মুসলিম যুবকদের বিবেকবোধ এতটাই পচে গেছে ভাবতেই গা শিহরে উঠে। শুনা যায় অনেকে নাকি নাচতে নাচতে বেহুশ হয়ে যায়। আবার অনেক জায়গায় নাচানাচিরত অবস্থায় নৌকা ডুবে মৃত্যুর সংবাদ শুনা যায়। আল ইয়াযু বিল্লাহ! আল্লাহর পানাহ! আচ্ছা ভাই, এই যে আপনি যৌবনের উন্মাদনায় এভাবে গুনাহের সমুদ্রে হারিয়ে যাচ্ছেন আপনি কি কখনো আপনার রবের সামনে দাড়াবেননা? । আপনি কখনো মৃত্যুর সফর করবেননা? কবরে কি আপনার জবাবদিহিতা হবেনা? আপনার দৈনন্দিন আমলনামা লিপিবদ্ধ হচ্ছে সে খবর কি আপনার আমার আছে? আল্লাহর কসম! আমার আপনার সামান্য পরিমাণ কৃতকর্ম সম্পর্কেও আমাদের রব অনবহিত নন। এখন যদি আমরা যৌবনের উন্মাদনায় হারিয়ে যায় তাহলে মৃত্যুর পর অবশ্যই অবশ্যই আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। এভাবে নাচতে নাচতে যদি আপনার মৃত্যুর ডাক চলে আসে তখন আপনার কি অবস্থা হবে? কখনো বিবেককে জিজ্ঞেস করেছেন কি? আপনার প্রতি প্রশ্ন গুলো রেখে গেলাম। আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।